ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট ঘিরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। সকাল সাতটা নাগাদ কোচবিহারে সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। যাত্রী না থাকায় কেউ জখম হননি।
উত্তর ২৪ পরগনার বারাসত চাঁপাডালি মোড়ে বামেদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। শিয়ালদহ-কৃষ্ণনগর মেন শাখায় শ্যামনগর স্টেশনের কাছে রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে ডাউন বনগাঁ লোকাল লক্ষ্য করে ধর্মঘটীরা পাথর ছোড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বারাসত বাস স্ট্যান্ডে যাত্রীদের নামিয়ে সরকারি বাসে তালা লাগিয়ে দেন ধর্মঘটীরা। বাস মালিকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
হাওড়া বর্ধমান মেন লাইনে শ্রীরামপুর, রিষড়া, বৈদ্যবাটি, চন্দননগর, মগড়া সহ বিভিন্ন জয়গায় রেল অবরোধ চলছে। একটি স্টেশনে অবরোধ উঠলে ফের অন্য স্টেশনে অবরোধ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।
বাঁকুড়ার বরজোড়ায় প্রায় ১০০ বাম-কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। হাওড়ার দাশনগরে রাস্তায় বসে লুডো খেলতে দেখা যায় বাম কর্মীদের।
শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বিভিন্ন জায়গায় রেল অবরোধ চলছে। তবে অবরোধ তোলার চেষ্টা করছে আরপিএফ এবং জিআরপি। কলকাতার যাদবপুর, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গায় মিছিল বেরিয়েছে। সকাল নটা পর্যন্ত বড় কোনও হাঙ্গামার খবর নেই। তবে বিক্ষিপ্ত অশান্তি চলছে। যদিও বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। ট্রেন পরিষেবাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল।