রবিবার সন্ধ্যা ৬ টায় লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হল। তার পরই রাজ্য ওয়াড়ি বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে দিল টুডেজ চাণক্য-নিউজ টোয়েন্টি ফোর।
চাণক্য-র সমীক্ষার দাবি বাংলায় চমকে দেওয়া ফল করতে পারে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৮টি আসন, তৃণমূল পেতে পারে ২৩ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ১ টি আসন। তৃণমূল ও বিজেপি দু’দলেরই ৮টি আসন বাড়তে বা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। একটি আসন বাড়তে বা কমতে পারে কংগ্রেসেরও।
মোট আসন ৪২
তৃণমূল কংগ্রেস- ২৩ +/- (৮)
বিজেপি- ১৮ +/- (৮)
কংগ্রেস ১ +/- (১)
বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়।
সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এখনও পর্যন্ত প্রকাশিত সমস্ত বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।