বছর শেষে ফের অশনী সংকেত। ঘন্টায় ১১০ কিমি গতি নিয়ে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘নিভার’।
আবহাওয়া অফিসের খবর অনুযায়ী বুধবার সন্ধ্যায় দক্ষিণের উপকূলবর্তী রাজ্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে ‘নিভার’ ঘূর্ণিঝড়। এদিকে প্রবল ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে তামিললাড়ু, অন্ধ্রপ্রদেশে ও পুদুচেরিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উপকূলবর্তী তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পদুচেরিতে আছড়ে পড়তে পারে।
এদিকে দক্ষিণের এই দুই রাজ্যের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে মঙ্গলবার দুপুরে তামিলনাড়ু ও পুডুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, আগামীকাল সন্ধ্যায় দক্ষিণের উপকূলবর্তী রাজ্য গুলিতে ঘূর্ণিঝড় ‘নিভারের’ গতিবেগ তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছে আইএমডি।
এছাড়াও উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী এই সব অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষদের সুরক্ষা এবং মঙ্গল কামনা করেছেন।
এদিকে আবহাওয়া দফতরের হুঁশিয়ারি অনুযায়ী ঘূর্ণঝড়টি আঘাত হানতে পারে কালাইকাল ও মামাল্লাপুরমেও। নিম্নচাপটির যেরকম গতি প্রকৃতি তাতে ঘূর্ণঝড়টির গতি হতে পারে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বুধবার বিকেলেই এটি পৌঁছে যাবে দুই রাজ্যের উপকূলে।
এদিকে বিপর্যয় মোকাবিলায় জাতীয় দুর্যোগ উদ্ধার বাহিনীর ৩০ টি দল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে পাঠানো হয়েছে। ৯ টি দল পুডুচেরি এবং তামিলনাড়ুতে রয়েছে।১টি এনডিআরএফ দল আরাকোনম এবং অন্যটি বিজয়ওয়াদায় রয়েছে।
এছারাও মঙ্গলবার সকালেই চিদাম্বরম ও কুডলোর জেলাগুলির ঘূর্ণিঝড় প্রবণ এলাকা পরিদর্শন করেছেন এনডিআরএফের উচ্চপদস্থ কর্মকর্তারা।