মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক বিলাসবহুল এয়ার ইন্ডিয়া ওয়ান বি ৭৭৭ বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদ্বোধনের পর তিনি এই বিমানে করে যাত্রা করে দিল্লি থেকে চেন্নাইতে পৌঁছন। স্ত্রী সবিতা কোবিন্দকে নিয়ে বিধিবদ্ধভাবে আগে বিমানের পুজো করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পুজোর পর বায়ুসেনা এবং এয়ার ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । তাদের সঙ্গে নিয়ে ছবিও তোলেন। পরে দক্ষিণ ভারতের চেন্নাই এর উদ্দেশ্যে এই বিমানে করে রওনা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখনই দেশে এবং দেশের বাইরে সরকারি কাজে যাবেন তখন তারা এই বিমানগুলো ব্যবহার করতে পারবেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ধরনের দুটি বিমান আনিয়েছে ভারত। এই ধরনের বিমানের বহু বিশেষত্ব আছে। কার্যত আকাশপথে দুর্ভেদ্য দুর্গের মতন কাজ করে এই বিমানগুলি। অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ওয়ান এর ধাঁচে এই বিমানগুলি তৈরি করা হয়েছে। এই বিমানে বসে অনায়াসে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত, কাজ করা যায়। নির্দেশ দেওয়া যায়। এমনকি বৈঠক করা যায়। এই ধরনের বিমানের নিরাপত্তাব্যবস্থা অত্যাধুনিক। এই বিমানের যন্ত্রাংশকে কোন ভাবেই হ্যাক করা যায় না।
2020-11-24