করোনাভাইরাসের প্রকোপে ভারতে মৃত্যু ও সংক্রমণ জারি রয়েছে। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯১,৭৭,৮৪১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৭,৯৭৫ জন। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে ৪৮০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৩৪,২১৮ জন।
স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যা, নতুন করে আক্রান্তের থেকে সুস্থ হয়েছেন বেশি মানুষ। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২,৩১৪ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৮৬,০৪,৯৫৫ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩৮ হাজার ৬৬৭ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৪,৮১৯ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক নতুন করে কোভিড-আক্রান্তের সংখ্যা যেমন কমেছে, তেমনই কমেছে প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমছে। ভারতে এই মুহূর্তে মাত্র ৪.৭৮ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থতার হার ৯৩.৭৭ শতাংশ। তবে, এই শীতের মরশুমে করোনা-সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লি। দিল্লির মতোই সংক্রমণ বাড়ছে দেশের অন্যান্য প্রান্তেও। রাজ্যগুলি হল— ছত্তিশগড়, হরিয়ানা, কেরল, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ।
2020-11-24