আজ গোপাষ্টমীর পূন্য লগ্নে পূন্য তিথিতে ব্যারাকপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের পক্ষ থেকে বিভিন্ন প্রখন্ডে গোমাতা পূজনের আয়োজন করা হয়েছিল। খড়দহ,ব্যারাকপুর, শ্যামনগর, কাকিনাড়া, জগদ্দল,নৈহাটি, বেলঘড়িয়া সহ বিভিন্ন প্রখন্ডের তরফ থেকে কার্যকর্তারা আজ সকালে এই গোমাতা পুজোয় অংশগ্রহণ করেন।ব্যারাকপুর প্রখন্ডের তরফে এই গোমাতা পূজার অনুষ্ঠান আয়োজন করেছিলেন জেলা বজরং প্রমুখ শ্রী শংকর বোস মহাশয়। খড়দহ প্রখন্ডের সহ-সভাপতি শ্রী পিনাকী চ্যাটার্জী তার একান্ত সাক্ষাৎকারে আজ ঋতম বাংলাকে একথা জানালেন।
এছাড়াও ছট পূজা উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যৌথ উদ্যোগে গত 20/11/2020( শুক্রবার) আগত ভক্তবৃন্দদের মধ্যে অতি মহামারী করোনা সাবধান অবলম্বনে জেলার বিভিন্ন জায়গায় গঙ্গার ঘাটের কাছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে রাস্তার ধারে ধারে ক্যাম্প করে মাস্ক,স্যানিটাইজার ও পানীয় জল বিতরণ করা হয়।
পিনাকীবাবু আরো জানান,করোনা মহামারীতে বিশ্ব হিন্দু পরিষদের ব্যারাকপুর জেলা সেবা বিভাগ শুরু থেকেই সারা জেলায় বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী প্রদান, নিঃশুল্ক চিকিৎসালয়, আর্সেনিক অ্যালবাম প্রদান, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ও কমিউনিটি কিচেন চালিয়ে এসেছে। রক্তদান শিবিরও করা হয়েছে ব্যারাকপুর ও কাঁকিনাড়ায়।