এবার তৈল উত্তোলন কেন্দ্র হিসাবে ইতিহাসের পাতায় উঠতে চলেছে বাংলার উওর ২৪ পরগণা জেলার অশোকনগরের নাম। আশার বাণী শোনালেন খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। শীঘ্রই অশোক নগরে আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী।
বৃহস্পতিবার কেন্দ্রীয় তেলমন্ত্রী ( পেট্রোলিয়াম) ধর্মেন্দ্র প্রধান দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছে।
তিনি খুব শীঘ্রই নিজে ওই এলাকা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। কয়েক বছর ধরেই উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ও.এন.জিসির তরফে পরীক্ষা-নিরীক্ষা চলছিল।
ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছে । পরীক্ষায় সবুজ সংকেত পাওয়ার পর সরকারের কাছে কুড়ি একর জমির প্রয়োজন বলে জানিয়েছে ওএনজিসি , কিছু জমি পেয়েও গিয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী আসার খবরে তড়িঘড়ি চলছে পাকাপোক্ত পিচের রাস্তা তৈরির কাজ ।
অশোকনগর -নৈহাটি রোড থেকে একেবারে তৈল উত্তোলন কেন্দ্র পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তার কাজ খুব দ্রুত গতিতে চলছে। রাস্তার কাজের দায়িত্বে থাকা কর্মীরা এবং কন্ট্রাকটারেরা জানান চলতি মাসের ২৪ তারিখের মধ্যেই রাস্তার কাজ শেষ করতে হবে বলেই তাঁদের কাছে নির্দেশ রয়েছে।
যদিও ওএনজিসি’র তরফে এখনও কোনও রকম যোগাযোগ করা হয়নি বলে জানান অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধীমান রায়। এই বিষয়ে ধীমান রায় আক্ষেপের সুরে বলেন, “যখন জমির সমস্যা ছিল তখন ওএনজিসি বেশ কয়েকবার যোগাযোগ করেছে তবে ইদানিং কালে ওএনজিসি তৈল ও উত্তোলনের প্রক্রিয়া শুরু হলেও তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে।”
তবে বিধায়ক আরও জানান, যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ এখানে রয়েছে তাতে সরকার লাভবান হবে । এতদিন ধরে এলাকার বাসিন্দারা যাঁরা জমি চাষ করছে তাদের যাতে কর্মসংস্থান হয় এর জন্য তিনি আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত দুই বা তিন ফসলি জমি ভোগ দখল করা কৃষকদের কাছ থেকে নেওয়া হলেও কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে জানান কৃষকরা।