কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে-মোহনবাগান, দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ

এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস যেমন এটিকে’র কোচ হিসেবে আইএসএল জিতেছেন গত মরশুমে। তেমনই কেরালা ব্লাস্টার্স কোচ কিবু ভিকুনা মোহনবাগানকে দিয়েছেন আইলিগ। শুক্রবার দুই চ্যাম্পিয়ন কোচের মগজাস্ত্রের লড়াই দিয়ে ঢাকে কাঠি পড়ে যাচ্ছে আইএসএলের।

যদিও সামান্য হলেও ম্যাচের আগে মাইন্ডগেম শুরু করে দিয়েছেন এটিকে-মোহনবাগান কোচ হাবাস। কিবুর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও মোহনবাগানের প্রাক্তন কোচকে মনে করিয়ে দিয়েছেন এটা আইএসএল, আইলিগ নয়।

অবশ্যই দু’বারের আইএসএল জয়ী হাবাস ভারতের মাটিতে এবং আইএসএলের মঞ্চে কিবুর তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। কিন্তু পোল্যান্ডজাত কিবুর স্ট্র্যাটেজিও গত আইলিগে বেশ নজর কেড়েছিল ফুটবল অনুরাগীদের। হাবাসের পছন্দের ফর্মেশন যদি ৪-৪-২ হয় তাহলে কিবুর পছন্দ ৪-৩-৩।

হাবাস যদিও আল্ট্রা ডিফেন্সিভ হন, কিবু তাহলে বিপক্ষকে নিজেদের অর্ধে ডেকে এনে ঝটিতে আক্রমণ তুলে বিপক্ষ রক্ষণকে ফালা-ফালা করে দিতে ওস্তাদ। সবমিলিয়ে দু’দলের ২২ জন ফুটবলার আজ মাঠে থাকলেও ম্যাচের রিমোট কন্ট্রোলটা থাকবে দু’দলের বেঞ্চে দুই স্প্যানিয়ার্ডের হাতে।

এপ্রসঙ্গে বলে নেওয়া ভালো করোনা আবহে তিন থেকে বেড়ে সর্বোচ্চ পাঁচটি পরিবর্তন করতে পারবে দলগুলো। বেঞ্চে সর্বাধিক ৯ জন ফুটবলার রাখা যেতে পারে। যা অনেকটাই স্বস্তি দুই কোচের কাছেই। দু’দলের কোচের হাতেই বিকল্প রয়েছে যথেষ্ট।

একনজরে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ:

এটিকে-মোহনবাগান (৪-৪-২):

গোলরক্ষক: অরিন্দম ভট্টাচার্য
ডিফেন্ডার: তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, শুভাশিস বোস
মিডফিল্ডার: জাভি হার্নান্দেজ, কার্ল ম্যাকহিউ, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ
ফরোয়ার্ড: রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস

কেরালা ব্লাস্টার্স (৪-৩-৩):

গোলরক্ষক: আলবিনো গোমস
ডিফেন্ডার: বাকারি কোনে, কোস্তা, জেসেল কার্নেইরো, নিশু কুমার
মিডফিল্ডার: ভিসেন্তে গোমেজ, জিকসন সিং, সাহাল আব্দুল সামাদ
ফরোয়ার্ড: রাহুল কেপি, গ্যারি হুপার, ফাকুন্দো পেরেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.