যাকে বলে দায়িত্ব নিয়ে ছাপ্পা ভোট দেওয়ানো। তেমনই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রীর বিরুদ্ধে। পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বুথে তৃণমূলের ওই মহিলা নেত্রী দাঁড়িয়ে থেকে ছাপ্পা করছেন বলে অভিযোগ বিরোধীদের।
এদিকে বজবজের নারকেলডাঙা স্কুলের ১৬২ নং বুথে বুথজ্যামের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
শেষ দফায় আজ ভোটপর্ব উত্তর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রে, যাদবপুরে, বারাসতে, দমদমে, বসিরহাটে, জয়নগর, মথুরাপুরে ও ডায়মন্ড হারবার আসনে। নিরাপত্তায় রয়েছে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।