ধোঁয়াশা কাটছেই না। এখনও দূষণ ও ধোঁয়াশার কবলে রাজধানী দিল্লি। তবে, গত সপ্তাহের তুলনায় দিল্লির আবহাওয়ায় খানিকটা উন্নতি হয়েছে। অন্তত এমনটাই মনে করছেন দিল্লিবাসী। বৃহস্পতিবার সকালে কুতুব মিনারের কাছে একজন পথচারী জানিয়েছেন, ‘কিছু দিন আগে পর্যন্ত মাত্রাতিরিক্ত দূষণ ছিল দিল্লিতে, বাড়ির বাইরে বেরোলেই চোখ জ্বালা করত আমাদের। দৌড়লে অথবা হাঁটলে শ্বাসকষ্ট হত। তবে, গত সপ্তাহের তুলনায় এখন আবহাওয়া কিছুটা ভালো। যদিও, সমস্যা এখনও পুরোপুরি কাটেনি।’
দিল্লির কুতুব মিনার ও সংলগ্ন এলাকাও এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল আইটিও এবং যমুনা ঘাটও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০৫ (ভীষণ খারাপ), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২২৬ (খারাপ), লোধি রোডে ১৮১ এবং আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৮৭ (খারাপ)।
2020-11-19