জলপথে চিনের খবরদারির জবাব দিতে আমেরিকা থেকে ক্ষেপনাস্ত্রবাহী বিমান পি-৮ আই (P-8i) এলো ভারতে। ২০০৯ সালের এই বিমানটি হাতে পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল ভারত। চুক্তিতে মোট নয়টি বিমান আসার কথা ছিল। ইতিমধ্যে আটটি ভারতের নৌবাহিনীতে সংযোজিত হয়েছে। নবমটি বুধবার ভারতে এসেছে। এর ফলে ভারতীয় নৌবাহিনী আরও সমৃদ্ধ হল বলেই মনে করা হচ্ছে। গত কয়েক মাস ধরে সীমান্তে চিনের চোখরাঙানি বেড়েছে। তার জবাব দিতে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। পি-৮ আই বিমানটিও ভারতে আনা সেই পদক্ষেপের অংশ হিসেবে ধরছে যুদ্ধ বিশেষজ্ঞরা।
গোয়ার আইএনএস হংসে পি-৮ আই রাখা হয়েছে। অন্যদিকে চিনের সঙ্গে সংঘাতের আবহে মাঝ আকাশ থকে উধাও তাইওয়ানের এফ-১৬ যুদ্ধবিমান। সেদেশের বায়ুসেনা জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি প্রশিক্ষণ অভিযানের অন্তর্গত ডানা মেলেছিল এফ-১৬ ফাইটার জেটটি। কিন্তু টেকঅফ করার মিনিট দুয়েক পরেই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। এই ঘটনায় নজর রাখছে ভারত। ১৯৯০ সালে আমেরিকা থেকে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় করেছিল তাইওয়ান। তারপর থেকে লাগাতার বিমানগুলির আধুনিকীকরণ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে একটি বিমান উধাও হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে তাইপেইর প্রতিরক্ষা মহলে।