বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় সেনাছাউনি ও সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে হামলা চালাল পাকিস্তানি সেনাবাহিনী| প্রত্যাঘাতে পাকিস্তানি সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯.১০ মিনিট থেকে বুধবার ভোর চারটে পর্যন্ত সৎপাল, মনিয়ারী, কারোল কৃষ্ণা এবং গুরনামে বর্ডার আউটপোস্ট এলাকায় গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনা। প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| গুলির লড়াই থেমে যায় বুধবার ভোর চারটে নাগাদ। গোলাগুলিতে সীমান্তবর্তী বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নেন বহু মানুষ।
2020-11-18