রাজ্যপাল ফাগু চৌহানের কাছে গিয়ে সরকার গড়ার আনুষ্ঠানিক প্রস্তাব রাখলেন নীতীশ কুমার। রাজ্যপাল তাঁকে শপথগ্রহণ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। সেই অনুযায়ী সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সমর্থিত বিধায়কদের সই করা তালিকা তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যাবতীয় গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয় রাজ্যপালের কাছে। সব যাচাই করে নীতীশ কুমারকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল। তবে রাজ্যের পরবর্তী উপমুখ্যমন্ত্রীকে হবেন সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নীতীশ। উল্লেখ করা যেতে পারে, তেজস্বী যাদবের তৈরি করা প্রবল রাজনৈতিক প্রতিরোধ সত্ত্বেও নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জোট। কিন্তু বিধায়ক সংখ্যার নিরিখে তিন নম্বর স্থানে পৌঁছে গেছেন নীতীশ কুমারের জেডিইউ। এই নিয়ে কটাক্ষ সুর ভেসে এসেছে আরজেডি তরফ থেকে।
2020-11-15