কালীপুজোর রাতেই আশ্রয়হীন হলেন কয়েকশো মানুষ। রাজ্যের কয়েকটি প্রান্ত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল। রাজারহাট নিউটাউনে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি। বসিরহাটের মালঞ্চ বাজারে আগুন লেগে ভস্মীভূত হল পাঁচটি দোকান। বাঁকুড়ায় প্রদীপের আলোয় পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। হাওড়া লিলুয়ার কোনা এক্সপ্রেসওয়ের পাশের একটি শ মিলে আগুন লাগে। আসানসোলে জোড়া অগ্নিকাণ্ডেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
রাজারহাটের নিউটাউনের নিবেদিতা পল্লিতে এক ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একাধিক ঝুপড়ি। ঝুপড়িগুলি মূলত অস্থায়ী। কাঠ ও বেড়া দিয়ে তৈরি। তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একাধিক ঝুপড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৫০টির বেশি ঝুপড়ি আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকলের দাবি, এলাকা অত্যন্ত ঘিঞ্জি এবং রাস্তা সরু হওয়ার জন্য সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকলের ইঞ্জিন। দূর থেকেই হোস পাইপের মাধ্যমে জল দিতে হয়েছে। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ প্রথম আগুন নজরে আসে। রাত ৯টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। পুলিশ ও দমকলের অনুমান বাজির আগুন থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ঝুপড়িতে একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তাতেই আগুন আরও ভয়াবহ রূপ নিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহত হয়নি বলেই জানা গিয়েছে।
অপরদিকে দীপাবলির রাতে প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। বাঁকুড়ার ইন্দারাগোড়ার ঘটনা। মৃতার নাম রেবা চৌধুরী (৭৬)। স্থানীয় সূত্রে খবর, মৃতা রেবা চৌধুরী ইন্দারাগোড়ার বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে কর্মসূত্রে সপরিবারে কলকাতায় থাকেন। এদিন রাতে বাড়ি থেকে তাঁর অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। অপরদিকে দীপাবলির রাতে ভস্মীভূত হয়ে গেল প্রায় দশটি বাড়ি এবং কয়েকটি দোকান। অগ্নিকাণ্ডের ফলে একজনের মৃত্যুও হয়েছে বলে জানা যাচ্ছে। আসানসোল উত্তর থানার অন্তর্গত তপসী বাবার মন্দিরের কাছে আগুন লাগে। একটি ইলেকট্রিকের দোকানে শর্টসার্কিটের থেকেই আগুন লেগেছে বলে অনুমান পুলিশের। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি বাজির আগুন থেকেই আগুন লেগেছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করলেও একজনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করে দমকলকর্মীরা। মৃতের নাম পরিচয় পাওয়া যায়নি।
রবিবার ভোররাতে বসিরহাট মহকুমা মিনাখাঁ কলকাতা বাসন্তী হাইওয়ে পাশে মালঞ্চ বাজারে বিধ্বংসী আগুন লেগে যায়। ঘটনায় পরপর পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পাশাপাশি আগুনের ভয়াবহতায় পাশের দুটি প্রাচীন গাছও পুড়ে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন এসে তিন ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লেগেছে তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ। দীপাবলির রাতেই দোকানপাট সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। হাওড়া লিলুয়া থানার কোনা এক্সপ্রেসওয়ের পাশে আগুনে একটি শ মিল (কাঠের কারখানা) সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। শনিবার গভীর রাতে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা বলেই জানা গিয়েছে।