পরিবেশ রক্ষায় দিওয়ালিতে বাজি না ফাটানোর পরামর্শ, নেটদুনিয়ায় কটাক্ষের মুখে কোহলি

আইপিএলের (IPL) পর বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে অস্ট্রেলিয়া (Australia) সফরে পাড়ি জমিয়েছে ভারতীয় দল। বর্তমানে অজিদের দেশে কোয়ারেন্টাইনে রয়েছে টিম ইন্ডিয়া। সেখান থেকেই দেশবাসীকে দিওয়ালির (Diwali) শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁরা। আর সেটা করতে গিয়েই বিতর্কে জড়ালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দিওয়ালির শুভেচ্ছার পাশাপাশি বাজি না ফাটানোর আবেদন জানানোয় বিরাটের প্রতি ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।

করোনা আবহে এমনিতেই আগের জৌলুস নেই। তার উপর জারি হয়েছে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা। শনিবার সকালে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাই বাজি না ফাটানোর আরজি জানান বিরাট। টুইটে ভিডিওবার্তায় বলেন, ‘‌‘আপনাকে এবং আপনার পরিবারকে আমার তরফ থেকে দিওয়ালির অনেক শুভেচ্ছা। ভগবান যেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি দেন। দয়া করে বাজি ফাটাবেন না। পরিবেশ বাঁচান। বাড়িতে নিজের প্রিয়জনদের সঙ্গে প্রদীপ ও মিষ্টি দিয়ে এই বিশেষ মুহূর্ত উদযাপন করুন।’‌’

কিন্তু বিরাটের এই আরজিতে চটে যান নেটিজেনদের একাংশ। একজন লেখেন, ‘বাজি ফাটাব না? আইপিএলের সময় বাজি ফাটাতে দেখেননি? কিংবা বড়দিন বা নতুন বছর? সেই সময় আপনি চুপ করে থাকেন, কিন্তু হিন্দু উৎসবের সময়েই যত জ্ঞান দেন।’‌ অপর এক নেটিজেন লেখেন, ‘‌‘‌সে না হয় দিওয়ালি পালন করব, কিন্তু বাজি নিয়ে জ্ঞান দেওয়াটা কি জরুরি ছিল?‌’‌’‌

এদিকে, বিরাট ছাড়াও টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman), গৌতম গম্ভীররাও (Gautam Gambhir)। এমনকী টুইট করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও (David Warner)। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। এমনকী ভারতীয় সমর্থকদের জন্য দিওয়ালির বিশেষ বার্তা পাঠিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলও (Liverpool)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.