কালীপুজোর দিন সকাল থেকেই কালীঘাটে (Kalighat) দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। শনিবার সকাল থেকেই পুণ্যার্থীরা পৌঁছে গিয়েছেন কালীঘাট মন্দিরে । তবে এই কালীঘাট মন্দিরে করোনা ভাইরাস (Coronavirus) রোধের সমস্ত বিধি তথা নিয়মকানুন মেনে করা হচ্ছে বলে জানিয়েছেন মন্দিরের সহ-সভাপতি বিদুৎ হালদার। তিনি জানিয়েছেন, এ বছর মূল মন্দিরে প্রবেশ করা যাবে না। দেওয়া যাবে না অঞ্জলী। তবে যারা এমনি কালীঘাট মন্দিরে আসছেন তাদের দু নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং ৪ নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে বলেও তিনি জানিয়েছেন । পাশাপাশি তিনি জানিয়েছেন, এ বছর ভোগ হবে শুধুমাত্র মা কালী ও লক্ষী মায়ের জন্য । দর্শনার্থীরা যদি চান তাদের হাতে দেওয়া হবে মায়ের ফুল। কিন্তু চরণামৃত দেওয়ার কোনও ব্যবস্থা নেই। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তা বন্ধ রাখা হয়েছে। তবে করোনা এখনো পর্যন্ত কালীঘাট মন্দিরে প্রবেশ হয়নি তা মায়ের আশীর্বাদ বলেও জানিয়েছেন। তিনি জানিয়েছেন দীর্ঘ আট মাস ধরে বন্ধ ছিল এই কালীঘাট মন্দির।
অন্যদিকে তারাপীঠ সহ অন্য মন্দির গুলো খুলে দেওয়া হয়েছিল। কালীঘাট মন্দির তা কিন্তু করেনি ।তবে এই কালীপুজোর দিন দর্শনার্থীদের ভিড় অনেকটাই। যেখানে বারবার করে বলা হয়েছে নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত, তা কিন্তু এদিন সকাল বেলা চোখে পরলোনা একের পর এক দর্শনার্থীরা প্রায় গা ঘেষাঘেষি করে লাইনে দাঁড়িয়ে আছেন। আবার অনেককে দেখা গেল তারা মাস্ক পড়েননি। কিন্তু দু নম্বর গেট দিয়ে প্রবেশ করার সময় প্রত্যেকটি দর্শনার্থীদের থার্মাল স্ক্রীনিং করা হচ্ছে। হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে । মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে সমস্ত রকম সর্তকতা নেওয়া হলেও সাধারণ মানুষ যদি নিজে থেকে সতর্ক নানান সেই বিষয়ে মানুষটি আরো অনেক বেশি সতর্ক ও সচেতন হওয়ার প্রয়োজন।