উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তানি ক্রস-বর্ডার গোলাগুলি বর্ষণে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর দু’জন সৈনিক। প্রাণ হারিয়েছেন ৩ জন সাধারণ নাগরিকও। গুরেজ সেক্টরেও শহিদ হয়েছেন একজন সেনা জওয়ান। শুক্রবার উরি সেক্টরের বালকোটে এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর উপর্যুপরি গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা। ভারতীয় সেনাবাহিনীর পোস্ট ও সীমান্তবর্তী গ্রাম ছিল পাক সেনার নিশানায়। উরির রুস্তম পোস্ট থেকে প্রত্যাঘাতে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাক হামলায় মৃত্যু হয়েছে দু’জন সেনা জওয়ান এবং ৩ জন সাধারণ নাগরিকের। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার উরি থেকে গুরেজ সেক্টর পর্যন্ত একাধিক সেক্টরে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক সেনা।
পাক সেনাবাহিনীর লাগাতার হামলায় ভীত হয়ে পড়েন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। বারামুল্লা জেলায় পাক হামলায় শহিদ হয়েছেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন সব-ইন্সপেক্টর। শহিদ সাব-ইন্সপেক্টরের নাম রাকেশ দোভাল। তাঁর বাড়ি উত্তরাখণ্ডের ঋষিকেশের গঙ্গা নগরে। বারামুল্লা জেলার এসডিএম রিয়াজ আহমেদ মালিক জানিয়েছেন, উরিতে আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণরেখায় ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের ৭-৮ জন সৈনিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২-৩ জন আবার পাকিস্তান সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডো রয়েছে। আহত হয়েছে ১০-১২ জন পাক সেনা, এছাড়াও গুড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনার বাঙ্কার এবং লঞ্চ প্যাড। শুক্রবার দুপুরের পর থেকেই পাক হামলায় অশান্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা, কুপওয়ারা এবং বারামুল্লা জেলার তিনটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ করে হামলা চালাল পাকিস্তানি সেনা। প্রথমে শুক্রবার দুপুরে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের ইজমার্গ এলাকায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে পাক সেনা। গুরেজ সেক্টরে একজন জওয়ানের মৃত্যুর পাশাপাশি ৫ জখন নাগরিক আহত হয়েছেন। কুপওয়ারা জেলার কেরান সেক্টরেও কয়েক রাউন্ড গুলি চালায় পাক সেনা। কেরান সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধিও নজরে আসে। যদিও, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বারামুল্লা জেলার উরি সেক্টরেও হামলা চালায় পাক সেনা। এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ানেও সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে পাক সেনা। পুঞ্চে পাক হামলায় আহত হয়েছেন দু’টি শিশু-সহ ৫ জন। আতঙ্কে ভূগর্ভস্থ বাঙ্কারের আশ্রয় নেন মানুষজন।
2020-11-13