কেন্দ্রের তরফে আমফানের ক্ষতিপূরণ পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে রাজ্যের ক্ষতিপূরণের দাবিকে মান্যতা দিল কেন্দ্র। শুক্রবার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য দেশের ৬টি রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সেই ৬টি রাজ্যের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ।
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি বৈঠক হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সেই বৈঠকে দেশের ৬ রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই ৬ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গকেই সবচেয়ে বেশি আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনাকালেই ভয়াবহ আমফানে তছনছ হয়ে যায় রাজ্যের একাধিক জেলা।
সবচেয়ে বেশি ক্ষতি হয় উপকূলবর্তী জেলাগুলিতে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি ঘূর্ণিঝড় আমফানের জেরে লণ্ডভণ্ড দশা হয় মহানগরী কলকাতার। দিকে-দিকে গাছ ভেঙে, তার ছিঁড়ে কোথাও-কোথাও বাড়ির একাংশ ভেঙে ব্যাপক ক্ষতি হয়। দুই ২৪ পরগনার উপকূলের এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কলকাতা ও দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল।
ভয়াল ঘূর্ণিঝড় আমফানে লণ্ডভণ্ড বাংলার পরিস্থিতি সরেজমিনে দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে চড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আমফান মোকাবিলায় প্রথামিকভাবে রাজ্যকে ১ হাজার কোটি টাকা দেওয়ার কথা জানায় কেন্দ্র।
যদিও কেন্দ্রের ওই প্যাকেজ প্রকৃত ক্ষতির তুলনায় সামান্য বলেই মত ছিল রাজ্যের। আমফান ঝড়ে সেই ক্ষতির পর থেকেই কেন্দ্রীয় সাহায্য না পাওয়ার অভিযোগ তুলে আসছে রাজ্য। শেষমেশ রাজ্যের দাবিকে মান্যতা কেন্দ্রের।
জানা গিয়েছে, আমফানের ক্ষতিপূরণ বাবদ এবার পশ্চিমবঙ্গকে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা সাহায্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু বাংলা নয় পড়শি ওড়িশাকেও সাহায্য করছে কেন্দ্র। একইভাবে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্যকে আর্থিক সাহায্য করছে কেন্দ্রীয় সরকার।