সংরক্ষণের দাবিতে গুজারদের লাগাতার আন্দোলনের জেরে ক্রমশ জটিল হচ্ছিল রাজস্থানের পরিস্থিতি। কিন্তু, বুধবার রাতের বৈঠকে রাজস্থান সরকারের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছেন গুরজাররা। বুধবার রাতে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও গুরজার নেতা কিরোরি সিং বৈইন্সলার মধ্যে বৈঠক হয়। এরপরই বৃহস্পতিবার সকালে আন্দোলন প্রত্যাহার করে নেন গুরজাররা। গুরজার নেতা বিজয় বৈইন্সলা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে সরকারের সঙ্গে একটি সমঝোতায় এসেছি আমরা, গুরজার সম্প্রদায় সমঝোতায় সহমত পোষন করেছে। তাই রেললাইন খালি করে দিচ্ছি আমরা। শীঘ্রই ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে। আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।’
গত ১ নভেম্বর থেকে সংরক্ষণের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন গুরজাররা। ১১ দিন চলল তাঁদের আন্দোলন। এই সময়ে রেললাইনে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল বৃহস্পতিবার সকালেই গুরজাররাই রেললাইন মেরামতে হাত লাগান। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার থেকে তাও স্বাভাবিক হয়েছে। রেললাইন খালি করে দিয়ে আন্দোলনকারীরা সকলেই বাড়িতে চলে গিয়েছেন। প্রসঙ্গত, সংবিধানের নবম তফসিলের অন্তর্ভুক্ত গুরজার সংরক্ষণের দাবি জানাচ্ছে গুরজার আরক্ষন সংঘর্ষ সমিতি।
2020-11-12