দৈনিক করোনা-সংক্রমণ ভারতে বেড়েই চলেছে। ফের অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। বাড়তে বাড়তে ভারতে ৮৭-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৮৬,৮৩,৯১৭-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫৫০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭,৯০৫ জন।
বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,২৮,১২১ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৫২,৭১৮ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৮০,৬৬,৫০২ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার ২৯৪ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৫,৩৬৩ জন।
১১ নভেম্বর (বুধবার সারা দিনে) ভারতে ১১,৯৩,৩৫৮টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ১১,৯৩,৩৫৮টি স্যাম্পেলের মধ্যে পজিটিভ এসেছে ৪৭,৯০৫টি স্যাম্পেল, বাকিগুলি নেগেটিভ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এ পর্যন্ত দেশে ১২,১৯,৬২,৫০৯টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
2020-11-12