একনজরে ত্রয়োদশ আইপিএলে পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

 দিল্লি ক্যাপিটালসের প্রথম আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন চুরমার করে মঙ্গলবার মরুশহরে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়াস। প্রতিপক্ষকে পাঁচ উইকেটে হারিয়ে খেতাব ধরে রাখতে সক্ষম হয়েছে মুম্বই। বল হাতে ট্রেন্ট বোল্ট এবং ব্যাট হাতে রোহিত শর্মার অধিনায়কোচিত ইনিংস দলের জয় আসান করে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও মুম্বই বা মুম্বই ক্রিকেটাররা জিতে নিয়েছে আরও একাধিক ট্রফি। এছাড়া ভিন্ন দলের ভিন্ন ক্রিকেটারদের হাতে উঠেছে বরাদ্দ অন্যান্য ট্রফিগুলো।

একনজরে দেখে নেওয়া যাক কার দখলে কোন ট্রফি:
কমলা টুপি: দলকে প্লে-অফে তুলতে না পারলেও সদ্য সমাপ্ত আইপিএলে চলতি বছর শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন কিংস ইলেবেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল। ১৪ ম্যাচে একটি শতরান এবং ৫টি অর্ধশতরান সহযোগে টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৭০ রান সংগ্রহ করে কমলা টুপির মালিক হলেন রাহুল।

বেগুনি টুপি: দলকে খেতাব এনে দিতে না পারলেও সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে ব্যক্তিগতভাবে বেগুনি টুপির মালিক হলেন দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। টুর্নামেন্টের ১৭ ম্যাচে ৬৫.৪ ওভার হাত ঘুরিয়ে সর্বাধিক ৩০ উইকেট ঝুলিতে নিয়েছেন রাবাদা। ইকোনমি রেট ৮.৩৪।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি): টুর্নামেন্টের সবচেয়ে দামী প্লেয়ার নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্য্যালস অল-রাউন্ডার জোফ্রা আর্চার। ১৪ ম্যাচে ২০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বেশ হ্যান্ডি ছিলেন আর্চার। ১৭৯.৩৬ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে তাঁর সংগৃহীত ১১৩ রান খুব একটা চোখে না পড়লেও একাধিক ম্যাচে তাঁর ক্যামিও চোখে পড়েছে অনুরাগীদের। পাশাপাশি টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে প্রথম দশে রয়েছেন ইংরেজ অল-রাউন্ডার।

মরশুমের সবচেয়ে প্রতিশ্রুতিমান ক্রিকেটার: ত্রয়োদশ আইপিএলের সবচেয়ে প্রতিশ্রুতিমান ক্রিকেটার নির্বাচিত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওপেনার দেবদূত পারিক্কল। ১৫ ইনিংসে ৪৭৩ রান সংগ্রহ করে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যান হিসেবে প্রথম দশে স্থান করে নিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। টুর্নামেন্টে ৫টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অফ দ্য সিজন: অসাধারণ পারফরম্যান্সের কারণে এই পুরস্কারটিও গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুলের ঝুলিতে। সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি টুর্নামেন্টের সপ্তম সর্বাধিক ছয়ও (২৩) এসেছে রাহুলের ব্যাট থেকে। একাধিক ম্যাচে পঞ্জাবের জয়ে নির্ভরতা দিয়েছে রাহুলের ব্যাটিং।

আন্যাকাডেমি লেটস ক্র্যাক ইট (মরশুমের সর্বাধিক ছয়): টুর্নামেন্টে সর্বাধিক ৩০টি ছক্কা হাঁকিয়ে এই পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান ইশান কিষাণ। সর্বাধিক রান সংগ্রহের নিরিখে পঞ্চমস্থানে শেষ করেছেন তিনি। ১৪ ম্যাচে ইশানের সংগ্রহে ৫১৬ রান।

টাটা আলট্রোজ সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: পুরস্কারটি গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ অল-রাউন্ডার কায়রন পোলার্ডের ঝুলিতে। ১৯১.৪২ স্ট্রাইক রেটে ১২ ইনিংসে ২৬৮ রান সংগ্রহ করেছেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার।

ক্রেড পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন: আইপিএল ২০২০ পাওয়ার-প্লেতে ১৬টি উইকেট তুলে নিয়ে এই পুরস্কার জিতে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। টুর্নামেন্টে তাঁর সংগৃহীত উইকেট সংখ্যা ২৫।

ফেয়ার প্লে ট্রফি: মুম্বই ইন্ডিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.