আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাজোটকে প্রত্যাখ্যান করে বিহারে এনডিএ-কে জয়ী করেছেন বিহারবাসী। বিহারে এনডিএ-র জয়ের জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানালেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। বুধবার সুশীল মোদী জানিয়েছেন, ‘চতুর্থবার এনডিএ-র উপর আস্থা রাখার জন্য বিহারের জনগণকে ধন্যবাদ। এটা সাধারণ ব্যাপার নয়, ভারতীয় রাজনীতিতে সামান্য কয়েকজন মুখ্যমন্ত্রীর উপরি চতুর্থবারের জন্য আস্থা রেখেছেন জনগণ। জনগণের রায় এনডিএ-র পক্ষেই ছিল, তাতে কোনও সন্দেহ নেই।’২৪৩-সদস্য বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে ১২৫টি আসনে জয়লাভ করেছে এনডিএ। ১২৫টির মধ্যে বিজেপি জয়লাভ করেছে ৭৪টি আসনে, জনতা দল (ইউনাইটেড) জয়ী হয়েছে ৪৩টি আসনে, বিকাশশীল ইনসান পার্টির ঝুলিতে চারটি আসন এবং হিন্দুস্তানী আওয়াম মোর্চা জয়লাভ করেছে চারটি আসনে। এনডিএ-বিরোধী মহাজোট জয়লাভ করেছে ১১০টি আসনে। এদিন এনডিএ জোট প্রসঙ্গে সুশীল মোদী বলেছেন, ‘জোটে সমস্ত দল সমান সংখ্যক আসনে জয়লাভ করে না। কে জিতেছে, কতগুলি আসন, এসব কথা অপ্রাসঙ্গিক। জনগণ এনডিএ-কেই ভোট দিয়েছেন। জেডিইউ-র জয়ে বিজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিজেপির জয়ে জেডিইউ ভূমিকা পালন করেছে। জেডিইউ, বিজেপি, বিকাশশীল ইনসান পার্টি এবং হিন্দুস্থানী আওয়াম মোর্চা একসঙ্গে কাজ করেছে, তার ফলেই আমাদের এই জয়লাভ।’
2020-11-11