চালু হল লোকাল ট্রেন (Local Train)। বুধবার সকাল থেকেই শিয়ালদহ স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে রেলের তরফ থেকে প্রথমে আশঙ্কা করা হয়েছিল প্রথম দিনে হয়তো যাত্রীসংখ্যা তেমন থাকবে না । কিন্তু এদিন প্রথম দিনে দেখা গেল যাত্রীসংখ্যা অনেকটাই। তবে স্টেশনে প্রবেশ করতে গেলে সমস্ত যাত্রীদের প্রথমে চলছে থার্মাল স্ক্রীনিং এবং যে সমস্ত যাত্রীরা স্টেশনে প্রবেশ করছেন প্রত্যেককে মাস্ক পড়তে হচ্ছে । নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। এদিন সকাল থেকে শিয়ালদহ স্টেশনে এবং স্টেশন চত্বরে চোখে পড়ল পুলিশি নজরদারি। আরপিএফ এবং জিআরপি সকাল থেকেই মোতায়েন করা ছিল শিয়ালদহ স্টেশনে । সকাল গড়াতে না গড়াতেই শিয়ালদহ স্টেশন শিয়ালদহ ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং এসে প্রথমে সমস্ত শিয়ালদহ স্টেশন পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরাও।
এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন, লোকাল ট্রেন চালু হয়েছে, কিন্তু সাধারণ যাত্রীদের সমস্ত নিয়ম মানতে হবে। প্রত্যেককে পড়তে হবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে প্রথম দিনে যা ট্রেন চলছে, আগামী দিনে ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হবে বলে তিনি জানিয়েছেন। ডিআরএম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ট্রেনের সংখ্যা কিছুটা হলেও বাড়বে তবে। এই মুহূর্তে ৪৮ শতাংশ ট্রেন চলছে এবং অফিস টাইমে ট্রেন চলবে ৮৪ শতাংশ। এর পাশাপাশি ট্রেনে উঠে যাত্রীদের আসন গ্রহণ করতে হলে মানতে হচ্ছে সমস্ত বিধিনিষেধ। যারা ট্রেনে চরছেন তাদের কিন্তু একটা সিটে বসার পর পরবর্তী সিট ছেড়ে দিতে হচ্ছে। পুরোপুরি মেট্রোা কায়দায় ট্রেনে বসতে হবে । এমনটাই নিয়ম করা হয়েছে রেল এর পক্ষ থেকে।