বিহারে গভীর রাতে নির্বাচন কমিশন এনডিএ-র নিশ্চিত জয় ঘোষণা করতেই মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতা কর্মীদের টুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিহারের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। গভীর রাতে করা টুইটে প্রধানমন্ত্রী লেখেন “জনতা জনার্দনের আশীর্বাদে বিহারে আরো একবার গণতন্ত্রের জয় হলো। বিহারের বিজেপি ও এনডিএ শরিকদের সমস্ত কর্মীদের আমি অভিনন্দন জানাই তাদের এহেন লড়াই আমাকে অভিভূত করেছে। আমি সমস্ত কার্য কর্তাদের অভিনন্দন জানিয়ে বিহারের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।” হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ১২৫টি আসন নিয়ে চতুর্থবারের জন্য বিহারের সরকার গঠন করবেন যদিও নেতা আমি নীতিশ কুমার।
২০১৯ লোকসভা নির্বাচনের পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা যে এখনও অটুট মোদি ম্যাজিক। বিধানসভা নির্বাচনের ফলাফল আরও একবার তা প্রমাণ করে দিল। বিহারে নীতিশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা যে ছিল সেটা ভোটের আগে থেকেই বোঝা যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর জনসভায় ভিড় আগের তুলনায় বেশ কম হচ্ছিল। নীতিশের সভায় পিঁয়াজ ছোঁড়া, লালুপ্রসাদ জিন্দাবাদের মতো স্লোগান দিতেও শোনা গিয়েছে জনতাকে। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে, এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা। বিহারে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। জোটসঙ্গী জেডিইউয়ের থেকেও অনেক বেশি আসন পেয়েছে গেরুয়া শিবির। যদিও গতকাল রাতেই বিহারের বিজেপি নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিয়েছে তাদের জোটের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমারী।