পুরোপুরি নিশ্চিন্ত শিবরাজ, মধ্যপ্রদেশে ২১টি আসনে এগিয়ে বিজেপি

মধ্যপ্রদেশে ২৮টি আসনের উপ-নির্বাচনের ফলাফলে স্পষ্ট, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কোনও চিন্তাই নেই। দুপুর দু’টো পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী, মধ্যপ্রদেশে ২১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে একটি আসনে। মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কার্যত ছিল পূর্ণাঙ্গ ভোটের মেজাজ। ভোটের ফলে সামান্য হেরফেরেই পাল্টে যেতে পারত যে কোনও পক্ষের ভাগ্য। কিন্তু ভোটগণনার প্রাথমিক প্রবণতায় স্পষ্ট, সসম্মানে উতরে যাচ্ছেন শিবরাজ সিং চৌহান। বিপদ কেটে যাচ্ছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।
২৩০-সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় এই মুহূর্তে বিজেপির ১০৭ জন বিধায়ক এবং কংগ্রেসের ৮৭ জন বিধায়ক। দুপুর দু’টো পর্যন্ত ভোটের ফলের প্রবণতায় বিজেপি ২১ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস প্রার্থীরা এগিয়ে ৬টি আসনে। একটি আসনে বহুজন সমাজ পার্টির প্রার্থী এগিয়ে। এই প্রবণতায় বিরাট কোনও পরিবর্তন না হলে কমল নাথের মুখ্যমন্ত্রিত্বে ফেরা যেমন কঠিন, তেমনই শিবরাজের সামনে রাস্তা পরিষ্কার। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে আনন্দ উদযাপন শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।
গত মার্চে মুখ্যমন্ত্রী কমল নাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছেড়ে তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার জেরে মধ্যপ্রদেশে কমল নাথের ১৫ মাসের সরকারের পতন হয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন শিবরাজ। এ ছাড়া এক বিধায়কের মৃত্যু হয় এবং পদত্যাগ করেন কংগ্রেসের আরও এক বিধায়ক। সব মিলিয়ে ২৮টি আসনে উপনির্বাচন আসন্ন হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.