দেশের ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফল জানা যাবে মঙ্গলবারই। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মধ্যপ্রদেশের ২৮টি আসনের মধ্যে ১১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে দু’টি আসনে। অন্যদিকে উত্তর প্রদেশের সাতটি বিধানসভা আসনের মধ্যে দু’টি আসনে এগিয়ে বিজেপি, একটি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। কর্ণাটকের আর আর নগর এবং সিরা বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
গুজরাটেও চলছে ভোটগণনা। আটটি বিধানসভা আসনের মধ্যে সাতটিতে এগিয়ে রয়েছে বিজেপি। মনিপুরের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে একটিতে এগিয়ে কংগ্রেস। মঙ্গলবার সকাল আটটা থেকেই দেশের ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা আসন, গুজরাটে আটটি আসন, উত্তর প্রদেশের সাতটি বিধানসভা আসন, কর্ণাটক, ঝাড়খণ্ড, ওডিশা ও নাগাল্যান্ডে দু’টি করে বিধানসভা আসন, এছাড়াও তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং হরিয়ানায় একটি করে বিধানসভা আসনের ভোটগণনা চলছে। উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের চারটি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনাও চলছে।
2020-11-10