নয়া মার্কিন প্রেসিডেন্টের করোনা টাস্ক ফোর্সে থাকবেন এক ভারতীয়

আমেরিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন আরও এক ভারতীয়। নয়া মার্কিন প্রেসিডেন্টের করোনা টাস্ক ফোর্সে থাকবেন এক ভারতীয়। ভারতীয় বিবেক মূর্তিকে বাইডেনের এক বিশেষ উপদেষ্টার পদে রাখা হবে বলে জানা গিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাব মেনে তাঁকে আমেরিকার সার্জেন জেনারেল হিসেবে নির্বাচিত করেছিলেন সেনেট সদস্যেরা। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিবেক মূর্তিকেই এবার কোভিড-১৯ মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্সের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সম্ভবত, টাস্ক ফোর্সের অন্যতম কো-চেয়ারম্যান হতে পারেন ৪৩ বছরের চিকিৎসক বিবেক। তাঁর পাশাপাশি ওই পদে নিয়োগ করা হতে পারে আমেরিকার প্রাক্তন ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার’ ডেভিড কেসলারকে।

শনিবার রাতে ডেলাওয়ারের উইলমিংটনে ‘ভিকট্রি স্পিচ’-এ আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছিলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার দিশা নির্দেশ স্থির করতে তিনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন।

বিবেক দীর্ঘদিন ধরেই আমেরিকায় এইডস সচেতনতা প্রচারের কাজে যুক্ত। মাত্র ৩৭ বছর বয়সে সে দেশের সরকারি জনস্বাস্থ্য পরিষেবার শীর্ষপদে বসলেও বরাবরই তিনি রিপাবলিকান শিবিরের নাপসন্দ।

২০১৪ সালে ওবামা যখন আমেরিকার ১৯তম সার্জেন জেনারেল হিসেবে তাঁর নাম প্রস্তাব করেছিলেন, রিপাবলিকান সেনেটরদের একাংশ তীব্র বিরোধিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.