মার্কিন মুলুকের মসনদে নতুন নয়া প্রেসিডেন্ট। চার বছরেই মসনদে পরিবর্তন। আমেরিকার নতুন রোডম্যাপ কিরকম হবে, তা নিয়েই চলছে আলোচনা। আর তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিবাসী ইস্যু।
আমেরিকায় অন্তত ১১ মিলিয়ন অভিবাসী আছেন, যাঁদের কোনও নথি নেই। এর মধ্যে পাঁচ লক্ষ ভারতীয় রয়েছেন। আর সেই ভারতীয়দের এবার নাগরিকত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা আমেরিকায় প্রবাসী ভারতীয়দের জন্য তাই আশীর্বাদ হয়ে উঠতে পারে। অন্তত পাঁচ লক্ষ প্রবাসী ভারতীয় এবার স্থায়ীভাবে মার্কিন নাগরিকত্ব পেতে পারেন। নির্বাচনে জয়ী হওয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছে বাইডেন শিবির।
বাইডেন শিবিরের তরফে একটি পলিসি ডকুমেন্ট প্রকাশ করে বলা হয়েছে, ক্ষমতা হস্তান্তরের পরই মার্কিন কংগ্রেসে নতুন অভিবাসী সংশোধনী আইন পাশ করানোর কাজ শুরু হবে। বাইডেন নিজে সেটা দেখবেন।
একই পরিবারের সদস্যরা যাতে এক জায়গায় থাকেন সেইজন্য প্রায় ১ কোটি ১০ লাখ নথিহীন অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেও ভারতীয় বংশোদ্ভূত। আর প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের একটা বড় অংশের সমর্থন গিয়েছে ডেমোক্র্যাট শিবিরেই।