লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে জন্মদিন পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

লালকৃষ্ণ
আডবাণীর বাসভবনে গিয়ে বর্ষীয়ান নেতার
জন্মদিন উদযাপন করলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী।

চকলেটের
কেক কেটে বিজেপির লৌহপুরুষ
তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন নরেন্দ্র
মোদী। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী
স্বয়ং ও তাঁর কন্যা। সাদা
পাঞ্জাবির উপর লাল জহর
কোট পরে নিজের জন্মদিন
পালন করেন বিজেপির এই
প্রাণপুরুষ। প্রধানমন্ত্রীকে
নিজে হাতে কেক কেটে
খাওয়ান তিনি। প্রাক্তন
উপপ্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনের লনে এই অনুষ্ঠান
আয়োজন করা হয়েছিল।

 উল্লেখ করা যেতে
পারে গোটা ভারতে প্রকৃত
অর্থে সর্বভারতীয় দল ও কংগ্রেসের
পরিপূরক হিসেবে বিজেপিকে সর্বত্র
ছড়িয়ে দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। আটের
দশকের শেষ এবং নয়ের
দশকের শুরুর দিকে একাধিক
রথযাত্রা করে বিজেপির জলযাত্রাকে
নিশ্চিত সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন
তিনি। কংগ্রেস
সহ জনতা দল, আরজেডি
ও বামপন্থী রাজনৈতিক দলগুলির প্রবল প্রতিরোধকে উপেক্ষা
করে গেরুয়া শিবিরের জয়ধ্বজা অক্ষত রেখে ছিলেন। ১৯৯৮
সাল থেকে শুরু ২০০৪
পর্যন্ত কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল
ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি
দক্ষিণ ভারতের কর্ণাটকে ২০০৮
সালে বিজেপিকে ক্ষমতায় আসীন করতে পেরেছিলেন
তিনি। তাঁর
সুযোগ্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত
শাহের মত নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.