বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন। বর্তমান ট্রাম্প আমলে গুরুত্বপূর্ণ সেনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নির্বাচনের ফলাফল তাঁর দিকে যাওয়ার ইঙ্গিত আসতেই নিরাপত্তার বলয় আরও জোরদার হলো।
ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ইতিমধ্যে সিক্রেট সার্ভিসের বৈঠকে জো বাইডেন ও কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা হয়েছে। কমলা সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতি লক্ষ্যনীয়। পিছিয়ে পড়ছেন রিপাবলিকানরা ও প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেন ও কমলা শপথ নেওয়ার আগেই সুকঠিন নিরাপত্তার জালে ঢুকে পড়বেন।
এরপর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এই দু’জনের জন্য বরাদ্দ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বচ্চো নিরাপত্তা। তবে তার আগে বিশেষ একটি নিরাপত্তার বলয়ে ঘিরে নেওয়া হচ্ছে বাইডেন ও কমলা হ্যারিসকে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে শুক্রবার জো বাইডেন ভাষণ দিতে পারেন, এই তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আসতেই তোড়জোর শুরু হয়। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহোয়ান বলেছেন, তাঁর সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না।
এই বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও নীরবে। প্রেসিডেন্ট নির্বাচনে ক্রমাগত এগিয়ে যাচ্ছে ডেমোক্র্যাট দল। জয় পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধরেই নেওয়া হচ্ছে বাইডেন সম্ভাব্য প্রেসিডেন্ট।
অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে রাজী নন। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও বিভিন্ন প্রদেশের আদালতে তাঁর আবেদন খারিজ হয়েছে।
ক্ষুব্ধ ট্রাম্প পকপর টুইট করে নির্বাচনের গণনা প্রক্রিয়ার সমালোচনা করায় বিতর্ক আরও বাড়ছে। এক পর্যায়ে তিনি গণনা বন্ধ রাখার দাবি করেন। তবে ট্রাম্প দাবি করলেও তাঁর দল রিপাবলিকান পার্টি এই বিষয়ে নীরব।