কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শোভন চট্টোপাধ্যায় এবং নিজের সক্রিয় রাজনীতিতে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, “বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।” বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসতেই বরফ গলার ইঙ্গিত। দূরত্ব ভুলে সরাসরি অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। 

বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি শোভন-বৈশাখীকে। বিজেপির বহু কর্মসুচিতেই আমন্ত্রণ থাকা সত্বেও কখনও ‘অসুস্থতা’র কারণে, কখনও ‘ব্যক্তিগত’ কারণে উপস্থিত হননি শোভন-বৈশাখী।  সম্প্রতি সল্টলেকের ইজেডসিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভারচুয়াল পুজো উদ্বোধনের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন তাঁরা। কিন্তু সেই অনুষ্ঠানেও তাঁরা যাননি। উলটে তাঁদের তৃণমূলে ফেরার জল্পনা বেড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুজোয় উপহার পাঠানোর পর। মুখ্যমন্ত্রীর কাছে উপহার প্রাপ্তির কথা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বৈশাখী। এমন পরিস্থিতিতে শোভন-বৈশাখীকে নিয়ে হাল ছাড়েননি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) ও অরবিন্দ মেনন (Arvind Menon)। অমিত শাহের (Amit Shah) পশ্চিমবঙ্গ সফরের আগে তাদের সঙ্গে যোগাযোগ করা। আমন্ত্রণ জানানো হয় নৈশভোজে।

গতকাল রাতে সেই নৈশভোজে যোগদান করেন শোভন-বৈশাখী। শোভন ও বৈশাখী অমিত শাহর সঙ্গে দেখা করতে নিউটাউনের হোটেলে যান। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। পরে ফেসবুক পোস্টে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন,”একটা স্মরণীয় বৈঠক। এই বৈঠক আমাকে সমৃদ্ধ করেছে। এটা বি এল সন্তোষজি, শিবপ্রকাশজি, অরবিন্দ মেননজি, কৈলাস বিজয়বর্গীজি না থাকলে সম্ভব হত না। আমি নিশ্চিত আজকের বৈঠক বঙ্গ রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.