মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের পদে বসতে চলেছেন কমলা হ্যারিস। দেশটির দুশো বছরের বেশি গণতান্ত্রিক কাঠামোতে এত শীর্ষ পদে আর কেউ যেতে পারেননি। ডেমোক্র্যাট নেত্রী কমলা সেই পদেই নাম লিখতে চলেছেন।
নির্বাচনের স্পষ্ট ইঙ্গিত ক্ষমতা হারাচ্ছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট পদ থেকে সরতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসছে। দলের তরফে প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ভারতীয় বংশজাত কমলা হ্যারিসের জন্ম মার্কিন মুলুকেই। তাঁর মা শ্যামলা ভারতীয় অঙ্কোলজিস্ট তথা ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি স্তন ক্যান্সার নিয়ে উচ্চতর গবেষণা করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানেই বিয়ে করেন পরে মার্কিন নাগরিকত্ব পান। তামিলভাষী বিশিষ্ট ভারতীয় গবেষিকার কন্যা কমলা।
বংশ পরিচয়ে আরও একটি নাম জ্বলজ্বল করছে। ব্রিটিশ আমলে দুঁদে আমলা পি ভি গোপালন হলেন কমলা হ্যারিসের দাদু। স্বাধীনোত্তর ভারতে নেহরু জমানায় বি়ভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের আমলা হিসেবে পরিচিত ছিলেন পি ভি গেপালন। তবে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে দেশভাগ পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানের উদ্বাস্তু সংকট মোকাবিলার কাজে।
পাকিস্তান তৈরির পর পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) থেকে বিপুল সংখ্যায় শরণার্থী ভারতে প্রবেশ করতে থাকেন। পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় বাড়ছিল বাংলাভাষী পূর্ব পাকিস্তানিদের সংখ্যা। এই অবস্থায় স্থানীয় ও উদ্বাস্তুদের মধ্যে তৈরি হয় বিরোধিতা। সেই সঙ্গে লক্ষ লক্ষ উদ্বাস্তুকে আশ্রয় দেওয়া নিয়ে সীমান্তবর্তী রাজ্যগুলির সরকার রীতিমতো আতান্তরে পড়ে। পশ্চিমবঙ্গের অবস্থা ছিল করুণ।
প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হয়ে পি ভি গোপালন পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের থিতু করতে প্রশাসনিক স্তরে কাজ করেছিলেন। এক্ষেত্রে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। পাকিস্তানে তখন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা ও তাঁকে সরিয়ে কুর্সি দখল করা আয়ুব খান।
আয়ুবশাহী তে কম্পমান পাকিস্তান। তীব্র গণরোষের কেন্দ্র পূর্ব পাকিস্তান। বাংলাভাষীদের আন্দোলনের ধাক্কায় আয়ুব খানকে সরতে হয়েছিল অবশেষে। সীমান্তে যাতায়াতের কড়াকড়ি নেই। যে হারে পূর্ব পাকিস্তান থেকে অ-মুসলিমরা ভারতে ঢুকছিলেন তাতে চিন্তিত ভারত সরকার। যোগ্য আমলা হিসেবেই পি ভি গোপালন কাজ করেছিলেন।