দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। তবে, দুঃসংবাদ হল সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যেই গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে একজন সাধারণ নাগরিকের এবং একজন নাগরিক জখম হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরের লালপোরা মীজ এলাকার ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাত থেকেই লালপোরা মীজ এলাকায় জঙ্গিদের সন্ধান তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।
তল্লাশি অভিযান চলার কিছুক্ষনের মধ্যেই সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে গুরুতর জখম হন দু’জন স্থানীয় নাগরিক। গুলিবিদ্ধ অবস্থায় মীজ গ্রামের বাসিন্দা আবিদ নবী এবং কিফায়াত আহমেদকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবিদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিফায়াত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরই সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলতে থাকে। শুক্রবার সকালে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাম্পোরে এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন জঙ্গি। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
2020-11-06