বুধবার থেকে চালু লোকাল ট্রেন, শিয়ালদায় ২২৮ ও হাওড়ায় ১০০ ট্রেন

অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। আগামী বুধবার থেকে সম্ভবত চালু হতে চলেছে লোকাল ট্রেন। বৃহস্পতিবারই নবান্নে চুড়ান্ত পর্যায়ের বৈঠকে বসেছিলেন রেল ও রাজ্যের শীর্ষকর্তারা। সূত্রের খবর, সমস্ত কোভিডবিধি মেনে ট্রেন চালাতে চাইছেন রেলকর্তারা। তাই প্রস্তুতির জন্য সময় চাই। সবদিক আলোচনা করে শেষ পর্যন্ত ঠিক হয়েছে আগামী বুধবার থেকেই চালু হবে হাওড়া, শিয়ালদা ও খড়গপুর ডিভিশনের লোকাল ট্রেন। করোনা কালের আগে যে সময়সূচি মেনেই চালানো হতে পারে বলেই সূত্রের খবর। তবে অফিস টাইমে অপেক্ষাকৃত বেশি ট্রেন চালানো হতে পারে। দিনের অপেক্ষাকৃত ব্যস্ত সময়ে দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান বেশি থাকতে পারে। নবান্নে বৈঠক এখনও চলছে।


আপাতত জানা যাচ্ছে, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তিনটি ডিভিশনে মোট ৩৬২টি লোকাল ট্রেন চালানো হবে। এরমধ্যে শিয়ালদা ডিভিশনে ২২৮টি ট্রেন, হাওড়া ডিভিশন-১০০টি এবং খড়্গপুর ডিভিশনে ৩৪টি ট্রেন পরিষেবা দেবে। মঙ্গলবারই এই তিনটি ডিভিশনের বিভিন্ন স্টেশনের পরিকাঠামো পরিদর্শন করবেন রেলের শীর্ষকর্তারা। কোভিড পরিস্থিতিতে কোন ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সব বড় স্টেশনেই থামবে লোকাল ট্রেন। অর্থাৎ বেশ কয়েকটি গ্যালপিং ট্রেন চলবে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য।

সূত্রের খবর, আজই রাজ্য প্রশাসনের কাছে লোকাল ট্রেন চালানোর এসওপি জমা দেয় রেল। ট্রেন চালানোর পদ্ধতি নিয়ে দু’পক্ষের মতের মিল হওয়াতেই লোকাল ট্রেন চালুর দিনক্ষণ ঘোষণা করা হল। উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়েই বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। অবশেষে দীর্ঘ সাতমাস পর চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। স্বস্তির নিশ্বাস নিত্যযাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.