আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে এবং তার জন্য দশম এবং দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা কবে করা যাবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু ঘোষণা করা হয়নি। এই অনিশ্চয়তার ফলে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরা দুশ্চিন্তায় রয়েছেন।
একই রকম সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষক মহল। এই পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্টের পাশাপাশি সিলেবাস পাঠ্যসূচি বিবেচনা করে তা কতটা কি করা হবে তা জানানোর আর্জি জানিয়ে শিক্ষা সংসদ কে চিঠি দিল এবিটিএ।
তাছাড়া ওই চিঠিতে আর্জি জানানো হয়েছে যেসব ছাত্রছাত্রী একাদশ শ্রেণির জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে পারেনি তাদের তা পূরণের জন্য সময়সীমা বাড়ানোর।
করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে স্কুলের পঠন পাঠন বন্ধ রয়েছে। বেশকিছু পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। কিন্তু এবার ২০২১ সালে মাধ্যমিক উচ্চমাধ্যমিক কবে হবে তা এখনো জানা যায়নি। তাছাড়া এই অবস্থায় পাঠ্যসূচি কতটা কমানো হবে সেই বিষয়টিও পরিষ্কার হওয়া দরকার।
এতগুলো মাস স্কুল বন্ধ থাকায় নির্ধারিত সময়ের আগে পাঠ্যসূচি অনুসারে পড়ানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে পাঠ্যসূচি কমানোর কথা উঠছে।
ফলে শেষমেষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কতটা কি থাকবে সেটা অন্ধকারেই রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবিটিএ সহ বেশ কিছু শিক্ষক সংগঠন রাজ্য সরকারের কাছে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল। এ বিষয়ে বিকল্প প্রস্তাব তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছিল।