জেলা সফরে বৃহস্পতিবার বাঁকুড়ায় আসছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাঁকুড়া সফরে একাধিক দলীয় কর্মসূচীতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
বিশেষ সূত্রে খবর, বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্পীদের তৈরি একটি এক চালা দুর্গা মূর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া হবে। যা তৈরি করেছেন বাঁকুড়ার দোলতলার বাসিন্দা, বিশিষ্ট ডোকরা শিল্পী শিবপ্রসাদ কর্মকার।
শিল্পী শিবপ্রসাদ কর্মকার বলেন, এই প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ায় আসছেন। তার হাতে আমার তৈরি দুর্গা প্রতিমা তুলে দিতে পারবো এটাই ভেবে ভালো লাগছে। যদি কথা বলার সুযোগ পাওয়া যায় তবে ডোকরা শিল্পীদের নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
শিল্পী শিবপ্রসাদ কর্মকারের মেয়ে সুচন্দ্রা কর্মকার বলেন, বাবার মেয়ে হিসেবে গর্বিত। খুব ভালো লাগছে, অভাবনীয় সুযোগ। বর্তমান প্রজন্ম যখন এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তার বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের তৈরি শিল্পকলা তুলে দেবেন ভাবতেই ভালো লাগছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফর ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরে। বাঁকুড়া জেলা বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া শহর সংলগ্ন করগাহিড় হ্যালিপ্যাডে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তারপর সেখান থেকে তাঁর কনভয় সরাসরি পৌঁছে যাবে পুয়াবাগানে। তারপর ওই জায়গায় সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে বাঁকুড়া সফর শুরু করবেন। পরে বাঁকুড়া-১ ব্লকের চতুরডিহি গ্রামে একটি আদিবাসী পরিবারে গিয়ে দুপুরে খাবার খাবেন তিনি।
সবশেষে শহরের রবীন্দ্র ভবনে দলের রাঢ় বঙ্গ জোন, মেদিনীপুর জোনের কর্মকর্তাদের নিয়ে বিশেষ রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন তিনি বলে জানা গিয়েছে।
বুধবার সকালে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি, সাংসদ, সৌমিত্র খাঁ ও দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র পুয়াবাগান ও চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে যান। বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ বিভীষণ হাঁসদার বাড়িতেই দুপুরের খাবার খাবেন । বিজেপি নেতৃত্ব কথা বলেন বিভীষণ হাঁসদা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে।