আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গতকালই গ্রেপ্তার করা হয় রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীকে (Arnab Goswami)। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার এই মামলায় এবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো আলিবাগ আদালত। ১৮ই নভেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আলিবাগ জেলা আদালতের বিচারপতি। গতকাল সকালে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে। সংবাদসংস্থা এএনআইএর তরফ থেকে একটি ভিডিও ফুটেজ সামনে আসে। যেখানে দেখা যায় আলিবাগ পুলিশের একটি দল অর্ণব গোস্বামীকে ধাক্কা দিয়ে পুলিশের ভ্যানে তুলছেন। মুম্বাই পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছেন তিনি।শুধু তাই নয় তার শ্বশুর, শ্বাশুড়ী, স্ত্রী এবং ছেলের সঙ্গে অভব্য আচরণও করেছে পুলিশ। অন্যদিকে মুম্বাই পুলিশের এক মহিলা অফিসারকে নিগ্রহের অভিযোগে গতকাল সন্ধ্যায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
প্রসঙ্গত, এক ইনটেরিয়ার ডিজাইনারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই ইন্টেরিয়ার ডিজাইনার এবং তার মা আত্মহত্যার করেন। সুইসাইড নোটে নাম লিখে রেখে যান অর্ণব গোস্বামী সহ আরো ২ব্যাক্তি ফিরোজ শেখ এবং নীতিশ সারদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে রিপাবলিক টিভির কাছে বেশ কিছু টাকা পেতেন ওই ব্যাক্তি। কিন্তু তার টাকা মেটানো হয়নি। তীব্র অর্থ কষ্টের মধ্যে পরে ওই ইন্টেরিয়ার ডিজাইনার এর পরিবার। যার কারণেই আত্মহত্যা করতে বাধ্য হন তিনি। আর এই কারনেই তার মেয়ে পুলিশের কাছে অর্ণব গোস্বামীর নামে অভিযোগ করেন। এই গ্রেফতারের পরই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, স্মৃতি ইরানি, রবিশঙ্কর প্রসাদ মুম্বাই সরকারে নিন্দা করেন। এই ঘটনাকে লজ্জা জনক ঘটনা বলেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনার নিন্দে করে বলেছেন এটি মহারাষ্ট্র সরকারের ক্ষমতার অপব্যবহার।