৮ মাস আন্তর্জাতিক ক্রিকেট না-খেলেও এক নম্বরে কোহলি

আট মাসের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট না-খেললেও আইসিসি-র ওয়ান ডে ব়্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি৷ কোভিড-১৯ অতিমহামারীর সময় থেকেই এক নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক৷

ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয়স্থানে রয়েছেন রোহিত শর্মা৷ তবে তাঁর থেকে অল্প পয়েন্টের ব্যবধানে তিন নম্বরে রয়েছেন বাবর আজম৷ ৮৭১ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন বিরাট৷ রোহিতের পয়েন্ট ৮৫৫৷ তাঁর থেকে ১৮ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছেন পাক ব্যাটসম্যান বাবর৷ মার্চে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি কোহলি অ্যান্ড কোং৷

বোলারদের মধ্যে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে কেরিয়ারের সেরা ওয়ান ডে ব়্যাংকিংয়ে পৌঁছন তরুণ পাক পেসার শাহিন আফ্রিদি৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৫ উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে প্রথমবার প্রথম ১৬ ঢুকে পড়েন আফ্রিদি৷ শাহিনের মতোই ওয়াহাব রিয়াজও জিম্বাবোয়ের বিরুদ্ধে দারুণ বোলিং করে ব়্যাংকিংয়ে এগিয়ে এসেছেন৷ ৬ ধাপ এগিয়ে ৬০ নম্বরে এসেছেন রিয়াজ৷

জিম্বাবোয়ের দুই ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও সিন উইলিয়ামস পাক সিরিজে সেঞ্চুরি করে ব়্যাংকিংয়ে এগিয়েছেন৷ ৯ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৪২ স্থানে রয়েছেন টেলর৷ সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানের ইনিংস-সহ মোট ২০৪ রান করেছেন তিনি৷ উইলিয়ামস ১২ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে রয়েছেন৷ তিনি সিরিজে শেষ ম্যাচে ১১৮ রানের ইনিংস-সহ ১৯৭ রান করেছেন৷

সিরিজের শেষ ম্যাচ সুপার ওভারে জিতে ১০ পয়েন্ট নিয়েছে জিম্বাবোয়ে৷ আর পাকিস্তান এই সিরিজ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে৷ ওয়ান ডে সুপার লিগে দু’টি সিরিজ থেকে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ইংল্যান্ড৷ ব়্যাংকিয়ে প্রথম সাতটি দল ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতাঅর্জন করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.