মালিক পক্ষের কথা মতো কাজ করতে হয়। কিন্তু বেতনের বেলায় কারখানার মালিক পক্ষ কোন ও কথায় শোনে না। দীর্ঘদিন বেতন বৃদ্ধির কথা বললেও তাতে কর্ণপাত করেনা কারখানার মালিকপক্ষ। অগত্যা মালিক পক্ষের হুঁশ ফেরাতে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হলেন কয়েকহাজার চিরুনী শ্রমিক। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমা।
বুধবার বনগাঁ সেলুলয়েড ওয়ার্কার্স এসোসিয়েশনের ইউনিয়নের (INTTUC ) ডাকে বেতন বৃদ্ধির দাবিতে মালিক পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামিল হন কয়েক হাজার চিরুনী শ্রমিক । এদিন প্রথমে মালিক সমিতির অস্থায়ী অফিসের সামনে মিছিল ও পরে সেখানে অবস্থান বিক্ষোভ করেন শ্রমিকরা।
চিরুনী শ্রমিকদের দাবি দীর্ঘ ১১ মাস ধরে তাদের বেতন বৃদ্ধি নিয়ে টালবাহানা করছেন মালিক সমিতি। প্রতিবাদে এদিন এক দিনের কর্মবিরতি পালন করছেন তারা ৷
জানা গিয়েছে , বনগাঁ শহর ও পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে মোট ১৩৫ টির মতো চিরুনী কারখানা রয়েছে। ওই কারখানা গুলিতে প্রতিদিন কাজ করেন কয়েক হাজার শ্রমিক। এদিন প্রত্যেক কারখানার শ্রমিকরাই মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়ার পাশাপাশি একদিনের কর্মবিরতি পালন করেন। অবশ্য এই ঘটনায় মহকুমা চিরুনী মালিক সমিতির দাবি, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি আগে জানিয়েছিল এটা ঠিকই কিন্তু ক্রমাগত লকডাউনে আর্থিক বিপর্যয়ে ব্যবসা লাটে ওঠার জোগাড় হয়েছে। ফলে শ্রমিকদের দাবি মতো বেতন বৃদ্ধি করা সম্ভব হয়নি। তবে আগামীতে শ্রমিকদের সঙ্গে কথা বলে বেতন বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে মালিক পক্ষ।