মুখ্যসচিব আরও বলেন, রাজ্যে করোনার এই পরিস্থিতিতে বহু মানুষ কোভিড কোমরবিটিতে ভুগছেন, অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। শব্দবাজি ফাটানো হলে যে দূষণ তৈরি হবে তা করোনা রোগীদের জন্য মারাত্মক হতে পারে। যে সব বাজি ইতিমধ্যেই নিষিদ্ধ সেগুলো তো নয়ই, অন্যান্য বাজিও ফাটানো যাবে না।
উল্লেখ্য, কালীপুজোয় বাজি পোড়ানো বন্ধের আর্জি নিয়ে ইতিমধ্যেই একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সম্ভবত ৫ নভেম্বর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হতে পারে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার দুর্গা পুজোয় কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। কালীপুজোয় বাজি পোড়ানো নিয়ে কোনও রায় হওয়ার আগেই রাজ্যের মানুষকে শব্দবাজি না পোড়ানোর আহ্বান জানাল রাজ্য সরকার।