কুমিল্লা একটি নরকের নাম

ফ্রান্সের এক শিক্ষক একটি কার্টুন আঁকার কারণে তার নিজের ছাত্রের হতেই খুন হন। এরপর ফ্রান্স সরকার সেই শিক্ষক হত্যার প্রতিবাদে তাদের দেশের বড় বিল্ডিংয়ে সেই কার্টুন আবার প্রকাশ করে। যা সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করার মতো ঘটনা।


এরপর খুব স্বাভাবিক ভাবেই এক পক্ষ সমর্থন করে এবং অপর পক্ষ সেটার প্রতিবাদ করে। বিক্ষোভ এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে ফ্রান্স সরকারের সেই কাজ সমর্থন করে সামান্য একটি মন্তব্য করায় বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার ধইরপূর্ব ইউনিয়নের, বাঙ্গরা উপজেলার কোরবানপুর গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা করে হাজার হাজার মুসলিম। এর কারণ একজন ব্যাক্তির ফেসবুকে কমেন্টের জের।

 এরপরেই সেই কমেন্টের জের ধরে কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের করেছে , স্থানীয় একদল উন্মত্ত জনতা।

https://timesofindia.indiatimes.com/videos/international/bangladesh-hindu-homes-vandalised-in-cumilla-over-a-social-media-post/videoshow/79002274.cms

রবিবার (১লা নভেম্বর) বিকালে কুমিল্লার এই ঘটনার জেরে সেখানকার হিন্দু পরিবার গুলোর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বনকুমার শিবের বাড়ি সহ মোট ১২ টি বাড়িতে আগুন লাগানো হয়। সেখানের সব হিন্দু পরিবার চরম বিপদে আছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিক্রিয়া পায়নি। 

পুলিশকে জানানো হলেও তারা ঘটনা স্থলে পৌঁছায় এই আক্রমণের শেষ দিকে। অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান।

©সিংহবাহু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.