আসন্ন কালীপূজা ও দীপাবলি নিয়ে ইতিমধ্য়েই নবান্নে বিশেষ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তার পরেই সে বিষয়ে নির্দিষ্ট কিছু ঘোষণার কথা জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর কাছে আবেদন করেন, এই বছর কোভিডের কারণে সংযত হয়ে পালন করতে হবে আলোর উৎসব।
তিনি বলেন, “এবার কালীপুজোয় বাজি ফাটানো বা পোড়ানোর ক্ষেত্রে মানবিক হবেন সকলে। আমি বলব, বাজি ফাটানো বা বাজি পোড়ানোর দিকে যাবেন না। সবরকম বাজি এড়িয়ে চলতে হবে। নিষিদ্ধ বাজি তো ব্যবহার করবেনই না, অন্য কোনও বাজি পোড়ানোর দিকেও যাবেন না। এটা রাজ্য়বাসীর কাছে আমাদের আবেদন।”
আলাপন বন্দ্যোপাধ্যায় আরও মনে করিয়ে দেন, নিজেদের আনন্দ যেন অন্য কারও নিরানন্দ না হয়। কারণ এ বছর কোভিডের কারণে অনেকেই হোম আইসোলেশনে আছেন, অনেকে অসুস্থও। সেখানে বাজির শব্দ বা ধোঁয়া যে তাঁদের বিপদ বাড়াবে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে যেন বাজি না পোড়ানো হয়, সে বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে চিঠি লিখেছে রাজ্যের চিকিৎসক সংগঠন।
মুখ্যসচিব আজ জানান, কালীপুদোর বিসর্জনে শোভাযাত্রাও হবে না। প্রতিমার উপর আচ্ছাদন থাকবে। কিন্তু মন্ডপ যেন চারিদিক খোলা থাকে, নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, দুর্গাপূজার মতো কালীপূজাও সুষ্ঠুভাবে পালন করতে হবে, পুলিশের সঙ্গে কথা বলে বিসর্জনের ব্যবস্থা করতে হবে।
এদিন আলাপনবাবু দাবি করেন, রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার যথেষ্ট বাড়ছে, কমছে মৃত্যুর হারও। তিনি সরকারি বুলেটিনের পরিসংখ্যান উল্লেখ করে বলেন, “অনেক মহল থেকে অনেকে অনেক কিছু বলতে পারেন, তবে আমরা তথ্য দেখেই যা বলার বলছি।”