বিহারের সামর্থের সঙ্গে সর্বদা বিশ্বাসঘাতকতা করেছে জঙ্গলরাজ। সবসময় যাঁরা গরিবদের নাম নিতে থাকে, তাঁরা গরিবদেরই নির্বাচন থেকে দূরে সরিয়ে দিয়েছে। মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে, সহর্ষার জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এক-একটি ভোটের শক্তি বিহারের উজ্জ্বল ভবিষৎ নিশ্চিত করবে। প্রত্যেকটি ভোট যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই শক্তিশালী।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিহারের সামর্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জঙ্গলরাজ, বিহারের প্রতিটি জনগণ তা ভালো করেই জানেন। সর্বদা যাঁরা গরিবদের নাম নিতে থাকে, তাঁরা গরিবদেরই নির্বাচন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আগে নিজেদের ইচ্ছে মতো সরকার তৈরি করার অধিকারই ছিল না বিহারের গরিবদের।’
প্রধানমন্ত্রী এদিন ‘ভোকাল ফর লোকাল’ অভিযানের প্রসঙ্গ টেনে এনে বলেন, স্থানীয় কারিগরদের জীবন বদলে দেবে ভোকাল ফর লোকাল অভিযান। আমাদের স্থানীয় পণ্য ধীরে ধীরে বিশ্বে মার্কেটের অংশ হয়ে উঠবে। মুদ্রা যোজনা প্রসঙ্গে মোদী বলেন, মুদ্রা যোজনার আওতায় বিনা গ্যারান্টিতেই বিহারে প্রায় আড়াই কোটি ঋণ বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, একদল মানুষ আছে, যাঁরা ‘ভারত মাতা কি জয়’ অথবা ‘জয় শ্রীরাম’ বলতে চায় না। সবাই এখন এক হয়ে বিহারের জনগণের কাছ থেকে ভোট চাইছেন। ওই ধরনের মানুষকে যোগ্য জবাব দেওয়া উচিত।
2020-11-03