উপত্যকায় বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। হিজবুলের শীর্ষ কমান্ডারকে খতম করল বাহিনী। এনকাউন্টারে খতম করা হয়েছে জঙ্গি সংগঠনের শীর্ষ ওই নেতাকে। যা কাশ্মীরের বুকে জঙ্গি কার্যকলাপ বন্ধের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ হিসাবেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, আজ রবিবার সকাল থেকেই উপত্যকায় শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেখানেই এই শীর্ষ ওই জঙ্গি নেতাকে খতম করা হয় বলে জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে, শীর্ষ ওই নেতাকে খতম করার পরেই উপত্যকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। একেবারে আঁটসাঁট নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কাশ্মীরকে।
গত কয়েকদিন আগেই উপত্যকায় তিন বিজেপি নেতাকে খুন করা হয়। তিন বিজেপি কর্মীকে গুলি করে খুনের পিছনে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর এ তইবার হাত রয়েছে। এমনই তথ্য দেন জম্মু কাশ্মীর পুলিশ। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, দ্যা রেসিট্যান্স ফ্রন্ট নামে লস্করের একটি শাখা সংগঠন এই ঘটনা ঘটিয়েছে। জানা যায়, এই ঘটনার পর উপত্যকায় ব্যাপক জঙ্গি অভিযান চলছিল সেনা-স্থানীয় প্রশাসনের।
সেই মতো আজ রবিবার সকাল থেকে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেখানেই খবর শীর্ষ ওই জঙ্গি নেতা।