পাউচ প্যাকেট দেশী মদ আনার তোড়জোড় শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government)। নবান্ন (Nabanna) থেকে ইতিমধ্যে ছাড়পত্র বেরিয়ে গিয়েছে। আগামি ডিসেম্বর মাসে আসবে মহুয়ার গন্ধ মেশানো এই দেশী মদ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেসের (Congress) লোকসভা দলনেতা তথা বহরমপুরে পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry)। কড়া বিবৃতিতে অধীর বলেছেন, “বাংলার খবরের কাগজে প্রথম পাতায় ‘দিদি’ সুবিধে করে দিতে চলেছেন সূরা প্রেমিক দের। পাউচ্ ভর্তি মদ পাওয়া যাবে, সস্তা ও পুষ্টিকর মদ, দামে সস্তা, খেতে সস্তা। চোলাই বিক্রি করে যাদের চলে সেখানেও ‘দিদি’র থাবা, সস্তার চোলাই যারা খাবে, সেখানে ‘দিদি’র হানা।”
বহরমপুরের সংসদ বলেছেন, “‘দিদি’র রোজগার চাই, রাজস্ব চাই, মদ বিক্রির ওপর সরকারের একচেটিয়া অধিকার চাই, কোনো ভাগ কেউ পাবে না, বাংলার যুবকদের জন্য ঢালাও মদ আছে, প্রতিদিন লটারি নামক জুয়া আছে।” আক্রমণাত্মক সুরের তিনি আরও বলেন, “শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষার পরিকাঠামো নেই, খুন আছে, ধর্ষণ আছে, কাটমানি খাওয়ার ব্যবস্থা আছে, রাজ্য জুড়ে দুর্নীতি আছে , আর আমাদের বাংলা ক্রমশ অথৈ জলে তলিয়ে যাচ্ছে।” প্রসঙ্গত, সরকারি দেশি মদের পাউচের দাম হবে কুড়ি টাকা করে। একাংশের যুক্তি, রাজ্য সরকারের সস্তায় পাউচ প্যাকেট আনার ফলে অবৈধ চোলাই খাওয়ার প্রবণতা কমবে গরিব মানুষদের। ফলে কমে যাবে বিষ মদে মানুষের প্রাণহানির ঘটনা।