নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতে চালু হল সি-প্লেন পরিষেবা, জেনে নিন এর কিছু বিশেষত্ব

আজ ভারতের লৌহ পুরুষ সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেবড়িয়া-সাবরমতি রিভার ক্র্যাফট সি প্লেন পরিষেবার শুভ সূচনা করলেন।এরপর প্রধানমন্ত্রী নিজেই সি প্রেনের মাধ্যমে কেবড়িয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত যাত্রা করেন। এটি ভারতের প্রথম সি প্লেন পরিষেবা।এই সি প্লেন আমেদাবাদের সবরমতী রিভারক্র্যাফ্টকে নর্মদা জেলার কেবড়িয়ার স্ট্যাচু অফ ইউনিটির সঙ্গে সরাসরি সংযুক্ত করছে।

এই প্লেনের বৈশিষ্ট্য হলো এটি জল এবং মাটি দুই জায়গা থেকে উড়ে আকাশে যেতে পারে।একইসঙ্গে জল এবং মাটি উভয় জায়গাতেই এটি ল্যান্ড করানো যাবে। এটিকে টেক অফের জন্য ৩০০ মিটার রানওয়ের দরকার তবে যে কোন জলাশয়কে রানওয়ে হিসাবে ব্যবহার করে এই প্লেন কিন্তু টেক অফ করতে পারবে।একসঙ্গে ১৯ জন যাত্রীকে নিয়ে এই প্লেন যাত্রা করতে পারবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইদিনের গুজরাট সফরে গিয়েছেন। আজ তিনি স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছে দেশের সর্বপ্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে। ‌এরপর তিনি রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি প্যারেডে অংশ নেন।

তিনি এই অনুষ্ঠানে বলেন যে, “আজ ভারতের দিকে চোখ তুলে তাকানোর মানুষদের মোক্ষম জবাব দেওয়ার জন্য সক্ষম আমাদের জওয়ানরা। আমাদের সীমান্তে শয়ে শয়ে কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি হচ্ছে একের পর এক টানেল এবং বীজ তৈরি হচ্ছে নিজেদের অখণ্ডতার সম্মান রক্ষার জন্য ভারতের ভূমি প্রস্তুত।” এর আগে প্রধানমন্ত্রী ২০১৭ সালে গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারের শেষ দিনে সি-প্লেনের মাধ্যমে সাবরমতি নদী থেকে মেহসানা জেলা পর্যন্ত সফর করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.