চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স৷ এদিন জিতলে প্লে-অফের আরও কাছে চলে যাবে কেকেআর৷ আর হারলে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে যাবে নাইটদের৷ চেন্নাই সুপার কিংস আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে৷ কিন্তু তাদের শেষ দু’টি ম্যাচ জিতে অন্যদের প্লে-অফের রাস্তা আরও কঠিন করে দিতে পারে৷
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের এই পিচে প্রথমে ব্যাটিংয়ের অ্যাডভান্টেজ রয়েছে৷ প্রথম ব্যাটিং করে জিতেছে পাঁচবার৷ আর দ্বিতীয় ব্যাট করে জিতেছে তিনবার৷ এই পিচেই কয়েকদিন আগেই প্রথম ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২১৯ রানের বিশাল স্কোর করেছিল সানরাইজার্স হায়দরাবাদ৷
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত সুপার কিংস ক্যাপ্টেন ধোনির৷ অর্থাৎ প্রথমে ব্যাটিং করছে কলকাতা৷ দলে তিনটি পরিবর্তন সুপার কিংসের৷ আর একটি পরিবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স৷
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড, শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন), এন জাগাদেসন, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মিচেল স্যান্টনার, দীপক চাহার, কর্ণ শর্মা ও লুঙ্গি এনগিদি৷
কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও রিঙ্কু সিং৷