নিউ নর্মালে প্রথম ভোট চলছে বিহারে, মাস্ক পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিহারে শুরু হল বিধানসভা নির্বাচন। সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। চেনা এই দৃশ্যের কিছুটা অমিল এবার বিহারের প্রথম দফার ভোটগ্রহনে। কারণ করোনা আবহে নিউ নর্মালে ভোটের লাইনে এসেছে পরিবর্তন। সামাজিক দূরত্ব মেনেই ভোর থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছে বিহারবাসী। তবে বহু কেন্দ্রেই দেখা গেল মুখে মাস্ক ছাড়াই ভোট দিতে এসেছেন বহু ভোটার। এরমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় বিহারবাসীর উদ্দেশ্যে বলেন ‘কোভিড-বিধি মেনেই যেন ভোট দেন সকলে’।

বিহারের মোট বিধানসভা আসনের মধ্যে ৭১টি আসনে প্রথম দফার ভোটগ্রহন চলছে বুধবার। এরমধ্যে ৩৫টি আসনে প্রার্থী দিয়েছে নীতীশ কুমারের জেডিইউ আর সরিক বিজেপি লড়ছে ২৯ আসনে। অপরদিকে প্রয়াত এলজেপি নেতা রামবিলাস পাওয়ানের ছেলে চিরাগ ৭১ আসনেই প্রার্থী দিয়েছেন। লালু-তেজস্বীর দল আরজেডি লড়ছে ৪২ আসনে ও তাঁদের শরিক কংগ্রেস ২০টি আসনে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছে। ৬ মন্ত্রী ও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বহু হাইপ্রোফাইল প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে বুধবার। প্রথম দফায় মোট ভোটপ্রার্থী ১,০৬৬ জন।

করোনা আবহেই এই প্রথম ভোট গ্রহন চলছে। তাই নির্বাচন কমিশন কড়াভাবে কোভিড-বিধি পালনের ব্যবস্থা করেছে। প্রতিটি ভোটগ্রহন কেন্দ্রেই রয়েছে স্যানিটাইজার। ইভিএম স্যানিটাইজ করা হচ্ছে কিছুক্ষণ পরপরই। প্রতিটি বুথে থাকবে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবানের ব্যবস্থা। প্রতিটি বুথে ভোটার সংখ্যাও সীমিত রেখেছে নির্বাচন কমিশন। বুথের ভিতর হাত ধুয়েই ইভিএম টিপতে হচ্ছে ভোটারদের। অপরদিকে বুধবার সকালেই হিন্দিতে ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন। সব ভোটারদের কোভিড নিয়ম মেনে এই গণতন্ত্রের উত্‍‌সবে শামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দু গজের দূরত্ব বজায় রাখুন আর মাস্ক পরুন। মনে রাখবেন, প্রথম ভোটদান, তারপর জলপান’। বুধবার ভোট দেবেন ২.১৪ কোটি ভোটদাতা। তাঁদের মধ্যে ১.০১ কোটি মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.