সাতসকালে সল্টলেকের পুজো মণ্ডপে ভয়াবহ আগুন লেগেছে। নিমেষে পুড়ে ছাই হয়ে গিয়েছে সবকিছু। জানা গিয়েছে, সল্টলেকের বিখ্যাত এফডি ব্লকের পুজো মণ্ডপে বুধবার সকালে আগুন লেগেছে। আজ সকাল ৬টা ২০মিনিট নাগাদ আগুন লেগেছে বলে খবর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দ্রুত খবর দেওয়া হয় দমকলবাহিনীকেও। সূত্রের খবর, তিনটি ইঞ্জিন এনে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। কীভাবে এই আগুন লেগেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে এই পুজো মণ্ডপে। তবে তদন্ত করলে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিধ্বংসী আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা পুজো মণ্ডপ। প্রতিমাও পুড়ে গিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে প্রতিমা-সহ প্যান্ডেলেরই সবই পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আজ দ্বাদশীর দিন প্রতিমা বিসর্জনের কথা ছিল। তবে আগুন লাগার ফলে সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। দেবী প্রতিমা আদৌ অক্ষত রয়েছে নাকি পুড়ে ছাই হয়ে গিয়েছে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
দক্ষিণ বিধাননগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ। বিসর্জনের দিন এভাবে আগুন লেগে এফডি ব্লকের পুজো মণ্ডপ ভস্মীভূত হওয়ার ঘটনায় স্বভাবতই মুষড়ে পড়েছেন এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তদন্তের জন্য নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে কীভাবে আগুন লেগেছে। তবে এই ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।