মাস শেষ হওয়ার আগেই নতুন করে করোনা গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু এইবার আর সেই পথে হাঁটল না কেন্দ্র। বদলে জানিয়ে দিল, আনলক-পাঁচ পর্বের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন করে আর কিছু শিথিল করা হবে না। এখন যা বিধিনিষেধ চলছে সেটিই থাকবে। ফলে লোকাল ট্রেন নিয়ে আর আশার কথা শোনাল না কেন্দ্র। বন্ধ থাকছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল। সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার থাকবে। ২০০ জনের বেশি মানুষের জমায়েত বন্ধই থাকছে। বিশেষজ্ঞদের মতে, করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে।
তাই নতুন করে আর কোনও কিছুতে ছাড় দিয়ে পরিস্থিতি আর খারাপ করতে নারাজ কেন্দ্রীয় সরকার। অপরদিকে পুজোর আগেই লোকাল ট্রেন চালুর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। নিত্যযাত্রীরাও আশা করছিলেন এবার হয়তো চালু হবে লোকাল ট্রেন। কিন্তু রাজ্য সরকার আগ্রহ না দেখানোয় সেই উদ্যোগ বাতিল হয়। অনেকেই ভাবছিলেন আনলক-৬ পর্বে হয়তো ট্রেন পরিষেবায় অনেকটাই ছাড় দেবে কেন্দ্র। কিন্তু ৩০ নভেম্বর পর্যন্ত আনলক-৫ পর্ব বাড়ানোয় ট্রেন ও আন্তর্জাতিক উড়ানও চালুর আশা থাকল না।